দিঘলিয়ার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০১:০২ পিএম
দিঘলিয়ার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বিদ্যালয়টির রজতজয়ন্তী উৎসবকে স্বাগত জানাতে গতকা রবিবার (২৬ অক্টোবর)  বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। “রজতজয়ন্তী স্বাগতম”শীর্ষক এই কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন আহবায়ক এম. সিদ্দিক-উজ-জামান ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মিন্টু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা একে একে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বক্তারা বলেন, রজতজয়ন্তী শুধু উৎসব নয়, এটি বিদ্যালয়ের ইতিহাস ও অর্জনের সাক্ষী। বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের মাঝে সবুজ পৃথিবী গড়ার অনুপ্রেরণা যোগাবে।

আপনার জেলার সংবাদ পড়তে