ঝিনাইদহ কালীগঞ্জে মাছ বিক্রি নিয়ে চাচাত ভাই হামলা চালিয়ে অপর তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো আরিফ হোসেন(৩৫),শরিফ হোসেন(৩২) জারিফ হোসেন(৩)। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক ভাই আরিফ ও ছোট ভাই জারিফ কে যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মাছ বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাইদের সাথে দ্বন্ধ চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্টান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন। এদিন মাছ বিক্রি নিয়ে চাচাত ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই তাদের আপন চাচাতো ভাইসহ্ব ৮/১০ জন তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যাবসায়ীক দ্বন্ধে চাচাত ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।