পাথরঘাটায় গাঁজা গাছ চাষের অভিযোগে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:১১ পিএম
পাথরঘাটায় গাঁজা গাছ চাষের অভিযোগে মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উত্তর কাঠালতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আটককৃত মাদক কারবারির নাম মোঃ রাব্বি (২৮) সে ঐ গ্রামের বাসিন্দা আঃ মালেক মিয়ার ছেলে।আজ বুধবার রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে মাদক কারবারি রাব্বির বাড়ি থেকে একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এসময় তাকেও আটক করা হয়। রাব্বি তার বাড়ির আঙিনায় একপাশে পলিথিন দিয়ে ঢেকে গাছটি চাষ করেছিলো। 

এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন সাংবাদিতদের বলেন, গাঁজা গাছ সহ আটক মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। বরগুনায় মাদক অভিযান পরিচালনা সফল করতে সকলকে তথ্য সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। কেউ গাঁজা চাষ বা মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশি নজরদারির কারণে সম্প্রতি তিনি নিজ বাড়িতেই চাষ শুরু করেছিলেন। মামলার প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে