ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সদর উপজেলায় সরকারি দফতরে সন্ত্রাসী হামলা চালিয়ে দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের দ্রূত গ্রেফতার ও দৃষ্টান্তর্মলক শাস্তির দাবীতে এই কর্মসূচি পালিত হয়েছে। বাকাসস ও কালেক্টরেট নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির আয়োজনে এ বিক্ষোভ হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিসে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ করে সরকারি কাজে বাধা প্রদান করে একদল লোক। ওই সন্ত্রাসীদের দ্রূত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল সরাইলে ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ব্যানার নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে এক সভায় হামলাকারীদের দ্রূততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।