সরাইলে ৩ সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:৩৭ পিএম
সরাইলে ৩ সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সদর উপজেলায় সরকারি দফতরে সন্ত্রাসী হামলা চালিয়ে দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের দ্রূত গ্রেফতার ও দৃষ্টান্তর্মলক শাস্তির দাবীতে এই কর্মসূচি পালিত হয়েছে। বাকাসস ও কালেক্টরেট নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির আয়োজনে এ বিক্ষোভ হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিসে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ করে সরকারি কাজে বাধা প্রদান করে একদল লোক। ওই সন্ত্রাসীদের দ্রূত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল সরাইলে ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ব্যানার নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে এক সভায় হামলাকারীদের দ্রূততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা। 


আপনার জেলার সংবাদ পড়তে