গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জমি দখল ও চাঁদাবাজি করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি।
হতাশা প্রকাশ করে তারা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে জমি দখল ও চাঁদাবাজদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারণ জনগণের মনোবল ও আস্থা ভেঙ্গে পড়বে।
এসময় গোলাম রহমান সুমনের দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, আজ যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করছেন তারা দলে অনুপ্রবেশকারী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী শ্রী. বিপুল সাহা, দিদাররুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অনেকেই।