শার্শায় বরখাস্ত হওয়া শিক্ষকের বিদ্যালয়ে যোগদান, প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ পিএম
শার্শায় বরখাস্ত হওয়া শিক্ষকের বিদ্যালয়ে যোগদান, প্রতিবাদে মানববন্ধন

যশোরের শার্শায় ১০ম ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম বিদ্যালয়ে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করলে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এসময় যশোর-বেনাপোল মহাসড়ক অবোরধ করে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য: গত ৪ এপ্রিল  নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার বলে অপেক্ষা করতে বলেন ১০ম শ্রেণীর এক ছাত্রীকে। অন্যান্য ছাত্রীরা বাসায় চলে গেলে শিক্ষক  শিক্ষক আব্দুল আলিম জোর করে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন।  সেসময় বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে