রাণীনগরে গাঁজাসহ যুবক আটক

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫০ পিএম
রাণীনগরে গাঁজাসহ যুবক আটক

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ রেজাউল ইসলাম রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে খানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক রেজাউল ইসলাম উপজেলার গুয়াতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুয়াতা এলাকা থেকে রেজাউল ইসলাম রুবেলকে আটক করা হয়। আকটকালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে