আত্রাইয়ে বীজ-সার বিতরনের উদ্বোধন

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) :
| আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫০ পিএম
আত্রাইয়ে বীজ-সার বিতরনের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে গম,সরিষা,সূর্যমূখী,চিনাবাদাম,শীতবালীন পেঁয়াজ,মুগ ও মসুর ডাল বীজ এবং রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়। 

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশার (ভূমি) নুরে আলম সিদ্দিক,কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা খাতুন  ও গোলাম রাব্বী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে