ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৫:০৫ পিএম
ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৫১০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।

সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. জাহাঙ্গীর রাব্বী প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫হাজার ৫১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে গম ১হাজার ১শত জন, সরিষা ৪হাজার ২শত জন ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে মশুর, মুগ, সূর্যমূখী, চীনাবাদাম, পেয়াজ ও অড়হড় বীজ বিতরণ করা হবে।

কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের জানান, চলতি মৌসুমে ১১০০ জন গম চাষীকে ২০কেজি গম ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি। ৪২০০ জন সরিষা চাষীকে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, ২০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১০জন চীনাবাদাম চীনাবাদাম চাষীকে ১০কেজি চীনাবাদাম ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে ১কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ২০জন মুগ ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৯০ জন মশুর ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৩০ জন অড়হড় চাষীকে ২কেজি বীজ,৫কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি প্রদান করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে