রায়গঞ্জে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রায়গঞ্জে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যেগে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে ডিসেম্বর  সকাল ৯ ঘটিকায় বিএনপির কার্যালয়ে যৌথ উদ্যোগে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩ ঘটিকায়  ধানগড়া  পৌর বাজার প্রাঙ্গণে জাসাসের উপজেলা সভাপতি খন্দকার শাজাহান আলীর সভাপতিত্বে ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক আল মাহমুদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ শামসুল ইসলাম প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ দুলাল হোসেন খান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ হাতেম আলী সুজন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মিরন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ টুটুল, জেলা বিএনপির সদস্য রাহিত হাছান লেলিন, আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল ইসলাম , উপজেলা বিএনপির সাংগঠনিক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রানা, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোকাদ্দেস আলী সোহান, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে