বরিশালে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৫:৪৬ পিএম
বরিশালে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত

“সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে” শ্লোগানকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সার্বিক ক্ষতিগ্রস্থ দেশ। সিসা দূষণ নিয়ন্ত্রনে ভোগ্যপণ্যের মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সিসার সংস্পর্শ বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে নগরীতে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে