ক্ষেতলালের নৈশ্যপ্রহরীর মাদকাসেবনের ছবি ভাইরাল

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:০৬ পিএম
ক্ষেতলালের নৈশ্যপ্রহরীর মাদকাসেবনের ছবি ভাইরাল

জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ উঠেছে। সম্প্রতি তার মাদক সেবনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নীরবতায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযুক্ত জুয়েল রানা কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামের লুদু মিয়ার ছেলে। তিনি ২০২৩ সালে ওই প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরী পদে যোগ দেন। 

(২৯ অক্টোবর) মঙ্গলবার সরেজমিনে স্থানীয়রা জানান, ভাইরাল ছবিতে বোতল হাতে থাকা ব্যক্তিই জুয়েল রানা। সে ক্ষেতলাল মহিলা কলেজে চাকরি করে বলে আমরা জানি। তবে তাকে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্কুল শাখার কয়েকজন শিক্ষার্থী বলেন, ছবিতে যার কথা বলা হচ্ছে। তাকে আমরা চিনি না। যদি তিনি আমাদের প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মাদক সেবন করে থাকেন, প্রিন্সিপাল স্যার যেন দ্রুত ব্যবস্থা নেন। অভিযুক্ত জুয়েল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

কলেজ শাখার প্রভাষক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনসহ একাধিক শিক্ষক বলেন, আমাদের সুনামধন্য প্রতিষ্ঠানে একজন মাদকাসক্ত কর্মচারী থাকা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। আমরা চাই, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এডহক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চপল বলেন, ছবিটি আমার কাছে পাঠান, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলব।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, জুয়েল রানা নৈশ্যপ্রহরী পদে চাকরি করছেন। একটি আংশিক ছবি আমার নজরে এসেছে। বিষয়টি নিয়ে অফিসে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, ছবিটি ২০১৮-২০ সালের পুরনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। আমি তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিব।

আপনার জেলার সংবাদ পড়তে