ময়মনসিংহের গফরগাঁওয়ে ফরহাদ মৃধা নামে এক কৃষকের ২টি গরু চুরি হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার উস্থি ইউনিয়নের ডিগ্রিভূমি চকপাড়া গ্রামের এই গরু চুরি ঘটনা ঘটে। কৃষকের গোয়াল ঘরের সিদ কেটে ওই গরুগুলি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ফরহাদ মৃধা জানান, চুরি হওয়া ২টি গরুর মূল্য প্রায় সাড়ে ১ লাখ ২৫ হাজার টাকা। একের পর এক গরু চুরি ঘটনায় এলাকার খামারী ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।