জেলহাজতে আসামির পুত্র কর্তৃক বাদিকে প্রাণনাশের হুমকি

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম
জেলহাজতে আসামির পুত্র কর্তৃক বাদিকে প্রাণনাশের হুমকি

খুলনার পাইকগাছায় জালিয়াতি মামলায় জেলহাজতে আসামির পুত্র কর্তৃক বাদীকে প্রাণনাশের হুমকি সহ মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।উপজেলার হরিঢালী  ছোটভাই পঙ্কজ কর্মকারকে বঞ্চিত করে বড়ভাই সুকুমার কর্মকার কর্তৃক জাল-তঞ্চকতামূলক কাগজপত্র সৃষ্টি করে দোকান ঘর দখলের ঘটনায় দায়ের করা মামলায় বড় ভাই সুকুমার কর্মকার জেল-হাজতে রয়েছে। এদিকে মামলায় আদালতের নির্দেশে সিআইডির তদন্তে বড়ভাই সুকুমার কর্মকারকে দায়ী করে প্রতিবেদন দাখিল ও পরে গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশ সুকুমারসহ ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় সুকুমারের ছেলে পলাশ কর্মকার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এর জন্য সিআইডি কর্মকর্তা ও ছোট কাকা পঙ্কজসহ তার ছেলে সাংবাদিক রাম প্রসাদ কর্মকারকে দায়ী করে তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেছেন। আয়োজিত ঐ সংবাদ সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় কপিলমুনি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন, ছোটভাই পঙ্কজ কর্মকারের ছেলে সাংবাদিক রাম প্রসাদ কর্মকার। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সুকুমার কর্মকারের ছেলে পলাশ কর্মকার নিজেকে বিশেষ ব্যক্তি হিসেবে জাহির করে শনিবার (২৮ ডিসেম্বর) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। যেখানে পঙ্কজ কর্মকার ও তার ছেলে সাংবাদিক রামপ্রসাদ কর্মকারসহ সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মনগড়া কল্পকাহিনী মঞ্চস্থ করেন। সম্মেলনে রাম প্রসাদ আরো বলেন, নিজেকে একজন প্রভাবশালী সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে জাহির করে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে প্রভাবিত করেন। অভিযোগে বলা হয়, পলাশ কর্মকার ও তার পিতা সুকুমার বরাবরই সুযোগ সন্ধানী ও পরসম্পদলোভী। স্বীয়স্বার্থ হাসিলের জন্য পলাশ বিভিন্ন সময় বিভিন্ন সরকারের জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে চলে। বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকারের সময়ে সে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুর চিহ্নিত দোসর হিসেবে চিহ্নিত ছিল। এরপরও তার নেতৃত্বে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে ঐদিন বিকেল ৪ টার দিকে পঙ্কজের লোহার দোকান লুট করিয়ে দেয়। যাতে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। বর্তমানে রাতারাতি ভোলপাল্টে আওয়ামী বিরোধী হওয়ার ভান ধরছে। সংবাদ সম্মেলনে পাশবর্তী নির্যাতিন সহ তার পিতা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে