পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১১ পিএম
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে  সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি সৈয়দপুর উপজেলা ও শহর শাখা যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। 

২৮ অক্টোবর রাতে সৈয়দপুর স্মৃতি অম্লান চত্বরে  বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বক্তব্য রাখেন রংপুর মহানগর ইসলামি ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, সাবেক আমির গোলাম মোস্তফা বিএসসি, সেক্রেটারি আলহাজ্ব মাযহারুল ইসলাম,শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, জামায়াত নেতা রেজওয়ান হাসান, বোতলাগাড়ী ইউনিয়নের সভাপতি খয়রাত হোসেন বসুনিয়া, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সভাপতি খাইরুল আলম মাস্টার, শহর শিবির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

২০০৬ সালে আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্বারা লগি-বৈঠা ও নিয়ে প্রকাশ্যে রাজপথে পৈশাচিক কায়দায় সাপের মতো পিটিয়ে মানুষ মারা হয়েছে। বর্বরতার চরম পর্যায়ের ঘৃন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল ইসলাম বিদ্বেষী ও ভারতীয় তাবেদার গোষ্ঠী। 

এই অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তারা দীর্ঘ ১৭ বছর বাংলার মসনদে জেঁকে বসে ইসলামপন্থী প্রকৃত দেশপ্রেমিকদের নিধনে শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যাসহ চব্বিশের ছাত্র জনতাকে হত্যার ঘটনা ঘটিয়েছে। 

উপজেলা আমির বলেন, পল্টন হত্যার মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ইসলামপ্রিয় মানুষকে হত্যার বিচার এড়ানো যাবে না। পল্টন হত্যা দিবসে জামাত-শিবিরের শহীদদের স্মরণ করে সরকারের কাছে এই হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবি করেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে