যুবকের রহস্যজনক মৃত্যু, পকেটে চিরকুট

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১২ পিএম
যুবকের রহস্যজনক মৃত্যু, পকেটে চিরকুট

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার যুবক আবু সিদ্দিকের ঝুলন্ত মরদেহ খাগড়াছড়ির দীঘিনালার কবাখালীর একটি ডেকোরেশনের দোকানের আড়া থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে জানালে পুলিশ  ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের সোনাই এলাকার সাবেক ইউপি সদস্য ও পশ্চিম সোনাই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের'র ছোট ছেলে আবু সিদ্দিক (৩৪) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ঝুলন্ত মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মৃত্যু ও চিরকুট নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরিবার কাছে নিহতের লাশ হস্তান্তর এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে