বর্তমান সমাজে মাদক ভয়াবহ রূপ নিয়েছে। গ্রাম-গঞ্জের প্রতিটি পাড়া মহল্লা কিংবা অলিগলিতে হাত বাড়ালেই এখন মাদক মিলছে। এসব মাদক বিক্রেতাদের দমনে প্রশাসনের তেমন কোন কার্যকর ভূমিকা চোখে পরছেনা। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবদল এখন থেকে অগ্রনী ভূমিকা পালন করবে। কোন মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী কেউ যুবদলের কোন ইউনিটে সদস্য পর্যন্ত হতে পারবেনা।
পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যুবদলকে পৌঁছে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য যুবদলের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান।
উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মাহাতাব হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ন আহবায়ক এমএ গফুর, মাসুদ হাসান মিটু তালুকদার, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার।
বক্তব্য রাখেন-যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, মানিক মৃধা, মনির হোসেন, শাহাবুদ্দিন বেপারী, শাহিন শিকদার, জসিম হাওলাদার, কিরন সরদার, সিরাজ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হীরা প্রমুখ। আলোচনা সভা শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বর্নাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।