রংপুরে একনলা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১৭ পিএম
রংপুরে একনলা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে এসআই মো. সফিকুল গনি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল মৌজার মো. রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানের দক্ষিণ-পশ্চিম কোণে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে খবরের কাগজে মোড়ানো একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্রটি কে বা কারা রেখে গেছে, তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় জিডি মূলে সংরক্ষণ করা হয়েছে (জিডি নং-১৭৫৩,  জেলা পুলিশ জানিয়েছে, তদন্তে যদি কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে