বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশ নৃশংস হামলা চালায়। জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এতে বহু শিক্ষক আহত হয়েছেন। শিক্ষক সমাজের প্রতি এই ধরনের দমনমূলক আচরণ রাষ্ট্রের গণবিরোধী চরিত্রকেই স্পষ্ট করে। বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বুধবার এক বিবৃতিতে শিক্ষক সমাজের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন— "মাত্র কয়েকদিন আগে এমপিওভুক্ত শিক্ষকরাও একইভাবে পুলিশের দমননীতির শিকার হয়েছেন। এটি কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।" তিনি আরও বলেন, " আন্দোলন দমনে এই পুলিশি বর্বরতা গণতন্ত্রের পরিপন্থী। বাসদ (মার্কসবাদী) সরকারের এই দমননীতি বন্ধের দাবি জানায় এবং শিক্ষক সমাজের ন্যায্য আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।"