চাঁদপুরে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:০৭ পিএম
চাঁদপুরে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে- কবিতার এই পক্তিমালাকে প্রতিপাদ্য করে চাঁদপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর,২০২৫) বিকালে চাঁদপুর জেলা সাহিত্য একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনোর মধ্য দিয়ে শুরু হয়।

আলোচনা সভায় উদীচী জেলা কমিটির সহ-সভাপতি মনোতোষ সেন গুপ্ত তপনে সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্বোধক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীরমুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা সভাপতি জাকির হোসেন মিয়াজী, উদীচীর জাফর আহমেদ, গোপাল সাহা, অনিতা নন্দী, প্রশিকা সরকার, মৈত্রী দত্ত, প্রীতি সাহা, মনিরুজ্জামান বাবলু, মালিয়া ফারিন, মোখলেসুর রহমান, মতলবের বীর মুক্তিযোদ্ধা সুধাংশু সাহা, বলাই সাহা, শাহরাস্তির জাকির হোসেন ভুঁইয়া, কাজল চক্রবর্তী,  হাজীগঞ্জের সানা উল্ল্যাহ পাটোয়ারী, নন্দিতা দাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী প্রজন্মের পর প্রজন্মের কাছে সমাজে বৈষম্য ও  সাম্যবাদের বার্তা দিয়ে আসবে। শোষিত বঞ্চিত-লাঞ্ছিত মানুষের পাশে কাজ করছে উদীচী। আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে