কালীগঞ্জে শহীদ সোহানের কবর জিয়ারতে কেন্দ্রীয় শিবির সভাপতি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:৪৮ পিএম
কালীগঞ্জে শহীদ সোহানের কবর জিয়ারতে কেন্দ্রীয় শিবির সভাপতি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ঈশ্বররা গ্রামে বুধবার বিকালে সাড়ে ৪ টারদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কবর জিয়ারত করেন শহীদ সোহানুর রহমান সোহানের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী মাওলানা আবু তালিব, জেলা ও উপজেলা শিবিরের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মী। কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় সভাপতি শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং দেশের ন্যায়বিচার ও শাস্তি প্রতিষ্ঠার আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। পরে তিনি শহীদ সোহানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ধৈর্য ও তাওয়াক্কুলের প্রতি আহ্বান জানান। 

২০১৬ সালের ১০ এপ্রিল ঈশ্বরবাহা গ্রামের তরুণ শিবির নেতা সোহানুর রহমান সোহানকে সাদা পোশাকধারী অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা গুম হয়।পরে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরে গুলির চিহ্ন ও চোখ উপরে ফেলাসহ শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের বিদ্যমান ছিল। ঘটনাটি নিয়ে মামলা হলেও বিচার প্রক্রিয়া থাকায় আজও অনিশ্চিত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন,শহীদ সোহানদের রক্ত বৃথা যাবে না, শহীদদের ত্যাগের উপরই ন্যায়ের ভোর উদিত হবে। জিয়ারতের সময় শোক ও শ্রদ্ধায় পরিবেশ ভারাক্রান্দ হয়ে ওঠে।

আপনার জেলার সংবাদ পড়তে