ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশি নেতাদের এক মঞ্চে দেখা গেছে।দির্ঘদিন পর হলে এক মঞ্চে বিএনপি জামায়াতের মনোনয়ন প্রত্যাশিদের একত্রিত হওয়ার ঘটনা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক মনে করছেন কালীগঞ্জবাসি।
বুধবার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যু বার্ষিকীতে তারা একই মঞ্চে আসেন। সাবেক এ সাংসদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে কালীগঞ্জ পৌরসভার অডিটরিয়ামে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ আসন থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা জামায়াতে নায়েবে আমির দলটির নির্বাচিত প্রার্থী আলহাজ্ব আবু তালেব। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির তিন গ্রুপের প্রথম সারির সকল নেতারা।
দীর্ঘদিন ধরে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টুর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করে আসছে। র্দীর্ঘ সময় দলের মধ্যে বিভক্তি থাকলেও বুধবারের কর্মসূচীতে এক মঞ্চে সব নেতারা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে।গত ২৭ অক্টোবর বিএনপির হাইকমান্ড খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যশীদের সাথে কথা বলেন। সেখান থেকে সবাইকে একসাথে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সব নেতারা এক মঞ্চে উপস্থিত থাকা তারই প্রতিফলন মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।