কৃষক সংগ্রাম সমিতির সস্মেলন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:৫১ পিএম
কৃষক সংগ্রাম সমিতির সস্মেলন

কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলার ৯ম জেলা সম্মেলনে নেতৃবৃন্দ কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার-বীজ-কীটনাশক ও সেচে ব্যবহৃত বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে কৃষককে প্রদানের দাবি জানান। সাথে সাথে অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর কথা বলেন। ঝিনাইদহসহ এতদ্বঞ্চলে জিকে সেচ প্রকল্প চালু করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অন্যদিকে ভূমিহীন-গরীব কৃষক ও শ্রমিক-শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষকে উচ্চমূল্যে চাল, পেঁয়াজসহ কৃষিপণ্য কিনতে হচ্ছে তার মুনাফা লুটে নিচ্ছে জোতদার-মহাজোন-আড়ৎদার তথা সামন্ত অবশেষ যাকে দেশে ‘সিণ্ডিকেট’ প্রচার করা হচ্ছে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রদানসহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল আধুনিকায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য কৃষককে প্রতি আহ্বান জানানো হয়। ভূমিহীন-গরীব কৃষির মাঝে খাসজমি বিতরণ, তাদের কাজের ব্যবস্থা এবং শ্রমিক-শ্রমজীবী ও ভূমিহীন-গরীব কৃষির মাঝে রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন

 ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল সরকার, সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিএম শামীমুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমিটির যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাস্টার প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ডাঃ ওলিয়ার রহমানকে সভাপতি, ইমরান হোসেন ফারুককে সাধারণ সম্পাদক ও মিলন রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে