সারিকান্দিতে চাঁদাবাজ গ্রেফতার

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:৩৩ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ পিএম
সারিকান্দিতে চাঁদাবাজ গ্রেফতার

বৃসপতিবার  দুপুরে সারিকান্দিতে এজাজ মাহমুদ( ২৮)ডনকে নামে এক যুবককে  পুলিশ গ্রফতার করেছে। সে উপজেলার ফুলবাড়ি রামনগর গ্রামে মৃত মনজুরুল ফুলবাবু ছেলে। ওসি জামিরুল ইসলাম জানান, সে সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজি করতে গিয়েছিল চালুয়াবাড়ী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষকের নিকট  টাকা চাঁদা দাবি করে। অন্যরা পালিয়ে গেলেও, পরে এলাকা বাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে