ডা. কাজেম আলীর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনে চিকিৎসকরা গাড়িঘোড়া চলাচল এবং সকল অফিস বন্ধ করে রাজশাহী শহর অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধনে তারা এই হুশিয়ারি দেন। দু'বছর আগে নগরীতে নৃশংসভাবে খুন হওয়া ডা. কাজেম আলীর খুনিদের বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়সল আলম, এনডিএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, এমপি প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এনডিএফ রাজশাহীর সভাপতি ডা. রেজাউল ইসলাম, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর সুপারিন্টেনডেন্ট প্রফেসর ডা. হাসানুজ্জামান হাসু, এনডিএফ রাজশাহীর সহ-সভাপতি ডা. এম মুর্শেদ জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক ডা. এএসএম আব্দুল্লাহ, শহীদ ডা. কাজেম স্মৃতি পরিষদের সভাপতি ডা. মশিউর রহমান, ডা. কাজেম আলীর ব্যাচমেট ডা. জাহাঙ্গীর আলম ও ডা. গোলাম রব্বানি, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আজগর আলী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক আজাদসহ চিকিৎসক নেতারা বক্তব্য রাখেন। এ সময় মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন। চিকিৎসক নেতারা বলেন, আমরা রাস্তায় নেমে এসেছি। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে, রোগীরা কষ্ট পাচ্ছে। কাজেম আলী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না। ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেনডেন্ট প্রফেসর ডা. হাসানুজ্জামান হাসু হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আসামিদের গ্রেফতার ও বিচার না করা হলে শুধু ডিসি অফিস বা আরএমপি অফিস ঘেরাও নয়, আমরা রাজশাহী শহর অচল করে দেওয়ার ক্ষমতা রাখি। শহরে কোনো গাড়িঘোড়া চলতে দেওয়া হবে না, অফিস চলতে দেওয়া হবে না। হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকব, ইনশাআল্লাহ। চিকিৎসকরা বলেন, খুনিরা তিন স্টেপ (ধাপে) আঘাত করেছিল, যেটা পেশাদার খুনি ছাড়া এই তিন জায়গায় আঘাত করার ক্ষমতা থাকে না। এটা পরিকল্পিত খুন। বিচার হতেই হবে। এ সময় ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, আমরা উদ্বেগের সাথে দাঁড়িয়েছি। দেশ স্বাধীনের পরও কেন আমরা উদ্বিগ্ন? প্রতিবেশী দেশের পৃষ্ঠপোষকতায় তাকে খুন করা হয়েছে। খুনিদের এক মাসের মধ্যে গ্রেফতার করতে হবে। না হলে শহরের সব কিছু অচল করে দিতে বাধ্য হব। এটা যদিও অমানবিক হবে, কিন্তু জীবন সুন্দর করার স্বার্থে এটা করতে বাধ্য হব। এটা করতে আমাদের বাধ্য করবেন না। এনডিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর সভাপতি ডা. রেজাউল করিম বলেন, পরিকল্পিত হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নেই। ফ্যাসিবাদের পতনের পর এক বছর পার হলেও কোনো অগ্রগতি দেখছি না। আমরা ডা. কাজেমের খুনিদের বিচার চাই। প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, খুনী চক্র ডা. কাজেমকে খুন করেছে। তাদের খুনের লিস্টে আরও ডাক্তারের নাম ছিল। তাদের ভয়ভীতি দেখানো হয়েছিল। এটি একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল। ফ্যাসিস্ট আমলে খুন-গুম করা হয়েছে, আয়নাঘর সৃষ্টি করা হয়েছিল। এটা তারই অংশ ছিল। আমরা ডা. কাজেম আলীর খুনিদের বিচার চাই। আমরা হার্ডলাইনে যেতে চাই না। খুনিদের বিচার না হলে, তাদের ফাঁসির কাষ্ঠে যদি না ঝোলান, আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হব।