বাগেরহাটের চিতলমারী উপজেলায় রবি-২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আগাম বীজ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজজাদ হোসেন কৃষকদের হাত এ সকল বীজ তুলে দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ জানান রবি-২০২৫-২৬ মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নের ৮৭০জন কৃষকের মাঝে বরাদ্দকৃত ২০কেজি গম,০১ কেজি সরিষা,০১কেজি (ওপি) সূর্যমুখী,০১ কেজি (হাইব্রিড) সূর্যমুখী, ০৮ কেজি খেশারী ও ০৫ কেজি মুগ এর বীজ প্রদান করা হয়েছে। এর সাথে উপকরণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত রাসায়নিক সারসহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়।