জামায়াতসহ ৮দল ইসিতে স্মারকলিপি দিলো

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:১৬ পিএম
জামায়াতসহ ৮দল ইসিতে স্মারকলিপি দিলো

জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ বেশ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ৮টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রোরেল স্টেশনের পাশের সড়কে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলগুলোর প্রতিনিধি ইসিতে গিয়ে স্মারকলিপি জমা দেন।

দলগুলোর দাবি অনুযায়ী-

১/ নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে

২/ জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করতে হবে

৩/ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে

৪/ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করতে হবে

৫/ ‘ফ্যাসিস্ট সরকারের’ নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে

৬/ ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

এসময় উপস্থিত বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তারা সতর্ক করে বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে বর্তমান নির্বাচন কমিশনের পরিণতিও হবে আগের মতো।”

তথ্য অনুযায়, গত ৩০ সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এই আটটি দল ৫ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সবশেষ ১৯ অক্টোবর তারা আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেয় দলগুলো। বেলা ১১টার দিকে মেট্রোরেল স্টেশনের পাশের মার্কেটসংলগ্ন সড়কে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মোবারক হোসেন, রেজাউল করিম ও নাজিম উদ্দিন মোল্লাসহ শ’খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে