পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএলিঃ) এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও প্রেসকাব সাধারণ সম্পাদক ও সমবায়ী মোঃ মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাবেক বিআরডিবি সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদার, ০৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ, এম ফারুক হোসাইন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ আল-আমিন হোসেন, সমিতির সদস্য শাহাদাৎ হোসেন সজীব প্রমুখ। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ অক্টোবর ৮ পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় মোঃ ফায়জুল কবির তালুকদার-সভাপতি, মোঃ জাকির হোসেন-সহ-সভাপতি, সদস্য মোঃ হাবিবুর রহমান হাওলাদার, মোঃ হাবিবুর রহমান সিপাই, মোঃ শামসুল হক খান, আঃ সালাম সিকদার, মোঃ রফিকুল ইসলাম গাজী, আঃ লতিফ সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, পরিদর্শক জেলা সমবায় কার্যালয়, পিরোজপুর।