অপারেশন গতিশীল করতে পাহাড়ে ক্যাম্প স্থাপন

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:০৫ পিএম
অপারেশন গতিশীল করতে পাহাড়ে ক্যাম্প স্থাপন

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধিনে অপারেশন উত্তরনের আওতায় আভিযানিক কার্জক্রম গতিশীল করতে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উলুছড়ি এলাকায় ১৩ আনসার ব্যাটালিয়নের পুনঃনির্মাণকৃত ক্যাম্প উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ।

বৃহস্পতিবার সকালে সংস্কার শেষে  ক্যাম্পটি উদ্বোধন করা হয়। এসময় জোন অধিনায়ক বলেন, জিওসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক উলুছড়ি আনসার ক্যাম্পের সকল স্থাপনা মেরামত-সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আমরা ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন পিছিয়ে থাকা ক্যাম্পগুলো সংস্কার কার্যক্রমের মাধ্যমে আরও সুন্দর বসবাসযোগ্য বাসস্থানে পরিনত করবো। যেখান থেকে আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম দ্রুত ও দৃঢ়ভাবে সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, উলুছড়ি আনসার ক্যাম্পটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে একত্রে অপারেশনাল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে