হাইকোর্টের আদেশের কপি এখনো হাতে না আসায় আগামী ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। তিনি জানান, হাইকোর্ট নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বলে জেনেছেন, তবে এখনো অফিসিয়াল আদেশের কপি হাতে না পাওয়ায় পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না।
ফারজানা আক্তার মিতা বলেন, “আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রুত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করব। তবে হাতে পাওয়ার পর মাত্র দুই দিন সময় থাকায় ১ নভেম্বর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।”
একই বক্তব্য দিয়েছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, “হাইকোর্টের আদেশের কপি এখনো পাইনি। এটি প্রথমে প্রশাসকের কাছে পৌঁছাবে, এরপর আমরা পাব। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট চেম্বার নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়। এ আদেশের বিরুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে রিট দায়ের করলে আদালত বুধবার স্থগিতাদেশ খারিজ করে দেন।
হাইকোর্টের এই আদেশের পর বুধবার রাতে সংবাদ সম্মেলন করে ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বাধীন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১ নভেম্বরই ভোটগ্রহণের দাবি জানায়।
তবে প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, এখন পর্যন্ত হাইকোর্টের অফিসিয়াল আদেশ না পাওয়ায় নির্ধারিত তারিখে ভোটগ্রহণের আয়োজন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ৪২ জন প্রার্থী দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।