সাজিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কম্বল বিতরণ

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:১০ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সাজিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মঙ্গলবার সকালে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্তু উপহার ২০২৪করা হয়েছে। সারিয়াকান্দি থানার তদন্ত মো; শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরো উপস্থিত ছিলেন 

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব

(বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক স্কাইটার্চ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড উত্তরা ঢাকা।

সভাপতিত্ব করবেন: সহ-সভাপতি মো: রাকিবুল হাসান রনি , সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন: জনাব মো: নুরুল ইসলাম অন্ত প্রতিষ্ঠাতা, সারিয়াকাদি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

সঞ্চলনায় করেন : জনাব মো: আরাফাত রহমান সাধারণ সম্পাদক, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। মো. পারভেজ আলম পল্লব

ম্যানেজার-সেলস, এ্যাসেট ডেভেলপমেন্টস এন্ড হোল্ডিংস লিমিটেড, ঢাকা।

জনাব অধ্যক্ষ: মো: তোজাম্মেল হক

জনাব মোঃ খোরশেদ আলম (রামচন্দ্রপুর)

জনাব: মো: মাসুদ রানা সহকারী শিক্ষক রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ 

জনাব মো: মাহাবুর আলম লিটন সহকারী শিক্ষক দুবলাগাড়ী মিয়া কলেজ, শাজাহানপুর, বঙ্গড়া।

জনাব: তারেক আল মামুন (তরুন) গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 

জনাব: মো: মোঃ বদরুল ইসলাম (পরশ মনি)

মেকানিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

জনাব মোঃ জোবায়েদ রহমান সবুজ 

সহকারী শিক্ষক বাংলা( করোতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ বগুড়া)

জনাব: মোঃ শামীম আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনী 

জনাবঃ মোঃ ওসমান গনি

সমাজ সেবক কাটাখালী 

জনাব: মো: মিঠু মিয়া

(বাংলাদেশ পুলিশ)

জনাব মো: লিটন লিটন চন্দ্র

গণযোগাযোগ অধিদপ্তর 

মোছাঃ মুনমুনারা সহকারী শিক্ষিকা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জনাব মোঃ ইসতিয়াক আহম্মেদ সাদিক সভাপতি গাবতলি বন্ধু সমাজিক সংগঠন 

জনাব: মো জাহাঙ্গীর আলম সভাপতি হরিণা স্বপ্ন ছায়া ফাউন্ডেশন। 

জনাব মো: রাকিবুল হাসান আহাদ

কো-অর্ডিনেটর সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন 

জনাব মোঃ রায়হান আকন্দ

যুগ্ম-সাধারণ সম্পাদক সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন 

জনাব মোঃ হারুনুর রশিদ (আনু)

সহ- যুগ্ম-সাধারণ সম্পাদক সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন 

মো: নিরব হাসান 

সাংগঠনিক সম্পাদক

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে