চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ পিএম
চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

পাবনার চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় পোল্ট্রি ফিড ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী হলেন উপজেলার হরিপুর পলপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে জাহিদ হোসেন (৩৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাটমোহর-হরিপুর সড়কের ধরইল এলাকায় এই দুর্গটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জাহিদ নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চাটমোহরে আসছিলেন। পথিমধ্যে ধরইল এলাকায় একটি কুকুর তার মোটরসাইকেলের সামনে পড়লে সে নিয়ন্ত্রণ হারায়। সড়কে পড়ে গিয়ে তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত লাগে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেল ৫টার দিকে আহত জাহিদ মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম দুর্ঘটনার বিশয়টি নিশ্চিত করে জানান,শুনেছি রাজশাহীতে গিয়ে আহত ব্যক্তি মারা গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে