রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তারের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যপি বিক্ষোভ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি আড়ানী বাজার প্রদক্ষিণ শেষে তালতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার জনসাধারণ অংশগ্রহণ করে। মানববন্ধনে উপিিস্থত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, সাবেক জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হক, কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য বাবুল ইসলাম, আবদুর রশিদ, শামসুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবনির্বাচিত কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের লোককে সভাপতি করার চেষ্টা করা হচ্ছে। তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ শেষে মানববন্ধন করা হয়েছে। নবনির্বাচিত সদস্য বাবুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁর আচরণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। তাঁকে দ্রুত অপসারণ করে কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। এ বিষয়ে আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, ভোটে অনিয়ম করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসা ও কলেজের সভাপতি শাম্মী আক্তার বলেন, নির্বাচিত কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি ভোট অনিয়ম ও সভাপতি প্রার্থীর একাডেমি সার্টিফিকেট পূর্নাঙ্গ না বলে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।