পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ পিএম
পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার  কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদ ও কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজের প্রভাষক   তাহমিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাহিদ সুলতানা, শাহ্ সুলতানা মোহাম্মদ জুলকার নাইন,  শাহনাজ সুরাইয়া, মাহমুদা চৌধুরী, অফিস সহকারী ইসলাম গনি মন্টুসহ অন্যান্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ আবু সুফিয়ানের  দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ আজ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর শিক্ষানুরাগ, সততা, কর্মনিষ্ঠা ও প্রশাসনিক দক্ষতা কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

অধ্যক্ষ রোজ তাঁর আবেগঘন বিদায়ী বক্তব্যে বলেন, “এই কলেজ আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এই ভালোবাসা হৃদয়ে ধারণ করে জীবনের অবশিষ্ট সময় কাটাতে চাই।” অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক, উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে