দুবলারচরে আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ সুপারের সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:০৩ পিএম
দুবলারচরে আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ সুপারের সভা

দুবলারচরে আসন্ন রাস উৎসব উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান দুবলার আলোরকোলে আইন-শৃঙ্খলা  বিষয় নিয়ে মত বিনিময় সভা   করেছেন।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও দুবলা  রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, আসন্ন রাস উৎসব নির্বিঘ্নে করার লক্ষ্যে বাগেরহাটের পুলিশ সুপার মঙ্গলবার বিকেলে আলোরকোলে আসেন। তিনি রাস উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে রাস পুজায়  আইন শৃঙ্খলারক্ষা  সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন। রাস উৎসবের প্রস্তুতির  বিভিন্ন দিক  নিয়ে আলোচনা করেন, উদযাপন কমিটির সভাপতি  কামাল উদ্দিন আহমেদ, জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার  দাস।

পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মোড়লগঞ্জ, শরণখোলা) সার্কেল আশরাফ উল্লাহ পিপিএম, মোংলা  সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, মোংলা  থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান।

মতবিনিময় সভা  শেষে জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান  দুবলার আলোরকোলে কোস্টগার্ড, রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ও বনবিভাগের অফিস ও আলোরকোলে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন বলে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস  জানিয়েছেন।

উল্লেখ্য  আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত  পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে