খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ পিএম
খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত দুই জনকে ১০ বছ‌র এবং অপর একজনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপা‌শি তাদের  তিনজনকে অর্থদন্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দেওয়া হয়। বৃহস্প‌তিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী। 

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। তাদের দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় চলাকালে আসামি এস এম ইমদাদুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে, অপর আসামি মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে