ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বৃহস্পতিবার বিকেলে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সরঞ্জাম বিতরন করা হয়েছে। এসব শিক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বসার জন্য ৪০ জোড়া উন্নতমানের বেঞ্জ, ২০টি বৈদ্যতিক পাখা ও ২০টি লাইট। উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে এসব সরঞ্জাম বিতরন করা হয় বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
জানা যায়, এসব শিক্ষা সরঞ্জামের মধ্যে উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া বেঞ্জ, চর নাটখোলা উচ্চ বিদ্যালয়ে ১৩ জোড়া বেঞ্জ ও চরহাজীগঞ্জ আদর্শ বিদ্যালয়ে ১২ জোড়া বেঞ্জ সহ মোট ৪০ জোড়া বেঞ্জ বিতরন করা হয়। এছাড়া উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরহরিরামপুর উচ্চ বিদ্যালয়ে ৫টি বৈদ্যতিক পাখা ও ৫টি লাইট, চরশালেপুর আমিনখার হাট উচ্চ বিদ্যালয়ে ৫টি বৈদ্যতিক পাখা ও ৫টি লাইট, আঃ হাই খান উচ্চ বিদ্যালয়ে ৫টি বৈদ্যতিক পাখা ও ৫টি লাইট ও গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আরও ৫টি বৈদ্যতিক পাখা ও ৫টি লাইট সহ মোট ২০টি বৈদ্যতিক পাখা ও ২০টি লাইট বিতরন করেন প্রশাসন। উপজেলার চরাঞ্চলের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিকায়ন করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন এসব বিদ্যালয়ে শিক্ষা সরঞ্জাম বিতরন করেন বলেও জানা যায়।