আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি নায়েবে আমিরের

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৫১ পিএম
আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি নায়েবে আমিরের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন । 

কাফরুলে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে শুক্রবার সকালে এই দাবি জানান। 

জামায়াতের এ নেতা দাবি করেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি, কেন্দ্র দখলের মতো পরিস্থিতি তৈরি হবে না।” এজন্য তিনি আগামী নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয় সেই আহবান জানান।

এ সময় নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। বলেন, ভোটের আগে সমতল পরিবেশ নিশ্চিত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

মুজিবুর রহমান অভিযোগ করেন, এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে