হাকিমপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০১:০৩ পিএম
হাকিমপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা

দিনাজপুরের হাকিমপুরে উৎসব মুখর পরিবেশে কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলার শাখার উদ্যোগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় ৫৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুলে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার পরিচালক মোঃ সাজেদুর রহমান সাজু  জানান, সুন্দর ও সুষ্ঠ এবং উৎসব মুখর পরিবেশে ৫৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। সারাদেশে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকার বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে বলপ জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে