সৈয়দপুরে যাত্রী বেশে ভাড়া নিয়ে অটো ছিনতাই

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫, ০২:৫৮ পিএম | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০২:৫৮ পিএম
সৈয়দপুরে যাত্রী বেশে ভাড়া নিয়ে অটো ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ভাড়ায় নিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা বন্ধ হয়নি। গত ৩০ অক্টোবর আবার যাত্রীবেশে কয়েক যুবক অটো ভাড়া নেয়। তারপর বিভিন্ন স্থানে অযথা যাতায়াত করে সময় কাটায়। রাত গভীর হলে অটো চালকের গলায় ছুরি বা অস্ত্র ধরে অটো ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। এটি ঘটেছে শহরের বাইপাস মহাসড়কের কয়া মিস্ত্রীপাড়া মোড়ে। আহত অটো চালক ফেরদৌস আলমের বাড়ী  বোতলাগাড়ী ইউনিয়নের সরকার পাড়ায়।

বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা অটো চালকের গলায় ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। আর ওই সুযোগে ছিনতাইকারীরা অটো নিয়ে সটকে পড়ে।

আনোয়ার হোসেন নামে এক অটোচালক জানান,সৈয়দপুরে প্রায়ই যাত্রীবেশে ভাড়ায় নিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন এদের ধরতে পারছে না। শহরে সিসি ক্যামেরা থাকার পরও কেমন করে ছিনতাই হয় তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে ৩১ অক্টোবর রাতে শহরের কুন্দল এলাকায় নুরুল হুদা নামে একজনের বাসায় চুরি করতে গিয়ে এক চোর ধরা পড়েছে। তাকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে