পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে হাটের দিনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন হাটের দিনে প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন এবং গণসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি'র আরেক মনোনয়ন প্রত্যাশী এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ। এ সময় কাউখালী উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল মঞ্জুর সুমন বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এ সময় উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা চেয়েছেন।