সরকারি নীতিমালা লঙ্ঘন করে

তানোরে কীটনাশক, সার ও খাবার ওষুধ এক দোকানে সব বিক্রি

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:১৯ পিএম
তানোরে কীটনাশক, সার ও খাবার ওষুধ এক দোকানে সব বিক্রি
রাজশাহীর তানোরে সরকারি নীতিমালা লঙ্ঘন করে এক মুদি দোকানে ভোগ্যপণ্য, কীটনাশক ও সার আর মানব দেহের চিকিৎসাসহ ওষুধ বিক্রি করা হচ্ছে। উপজেলার বাধাইড় ইউনিয়নের প্রত্যন্ত পল্লী এলাকার শিবরামপুর গ্রামে বিগত কয়েক বছর ধরে এক দোকোনে এসব বিক্রি করা হচ্ছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ওই প্রভাবশালী ওই ব্যক্তির ভয়ে কেউ মুখ খুলার পাচ্ছে না সাহস। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আজাদের পুত্র জাহিদুল ইসলাম। তিনি কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে দীর্ঘদিন যাবত একই দোকানে সার, কীটনাশক, ভোগ্যপণ্য, ওষুধ বিক্রি ও মানবদেহের চিকিৎসা করছেন। এটা সরকারি নীতিমালা লঙ্ঘন ও অবৈধ। সংশ্লিষ্ট সূত্র বলছে, রেজিষ্ট্রার্ড চিকিৎসক ব্যতিত মানবদেহের চিকিৎসা করা আর ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করা অবৈধ দন্ডনীয় অপরাধ। অধিকাংশক্ষেত্রে চিকিৎসক পরিচয়ে জাহিদুলের দেয়া উচ্চমাত্রার এন্টিবায়োটিক সেবনে হিতে বিপরীত হচ্ছে। ফলে রোগ নিরাময়ের পরিবর্তে আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। এতে আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেক রোগী ও তাদের পরিবার। কীটনাশক, সার ও খাবার ওষুধ এক দোকানে বিক্রির ব্যাপারে জাহিদুল ইসলাম বলেন, তার ব্যবসায় যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করে যা ভালো মনে করে তা করবেন। কিন্তু এসব নিয়ে সাংবাদিকের কাজ কি বলে দম্ভোক্তি দেখান তিনি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, কীটনাশক, সার ও খাবার ওষুধ এক দোকানে বিক্রির ব্যাপারে অবগত নন। তবে, কীটনাশক ও সারের দোকানে ওষুধ বিক্রির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে