কালীগঞ্জে হেলে পড়েছে ধানের গাছ, কৃষকরা চিন্তিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:২৯ পিএম
কালীগঞ্জে হেলে পড়েছে ধানের গাছ, কৃষকরা চিন্তিত

ঝিনাইদহ কালীগঞ্জে চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ নিয়ে চাষিদের চিন্তার শেষ নেই। আবাদ করতে গিয়ে শুধু খরচ আর খরচ। গত দু,দিনে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠের রোপা ধানের গাছ হেলে পড়েছে। চাষিরা জানিয়েছেন, যেসব ধানের শিষ বের হয়নি ও দানা নরম সেই ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ফলে এবার লোকসানের বোঝা নিয়ে নিতে কৃষকদের।

রোপা আমন ধান কৃষক সাথাওয়াত ও মহিদুল ইসলাম বলেন, জমিতে ধান রয়েছে তন্মধ্যে অনেক ধান হলুদ হতে চোলেছে কিছিুদিন পর কাটা হবে। কিন্তু বুদবার ও বৃহস্পতিবার দমকা হাওয়ায় ধান হেলে পড়েছে। ধানের শিষে যে দানা রয়েছে, তা এখনো শক্ত হয়নি। অনেক ধান চিটা হয়ে যাবে। আর যে ফলন হওয়ার কথা ছিল সেটা কমে যাবে। বিঘাপ্রতি ১৮-২০ মণ ফলন হওয়ার কথা থাকলে ও হেলে পড়ায় ৫/৬ মণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।হাফেজ মোঃ জুনায়িদ হাসান বলেন  ধানের গোড়া পচা ও মাজরা পোকার আক্রমণ কমেছে ফলে অনেকেই স্বস্তিতে ছিলেন,কিন্তু ধান পড়ে যাওয়ায় তো কিছুটা ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন কৃষকদের চিন্তা করে। বর্তমানে ধানের দানা শক্ত হয়ে গেছে তেমন ক্ষতি হবে না। তবে যে ক্ষতি হবে, তাই-তো অনেক। বর্তমানে আবাদ করা অনেক ব্যয়বহুল হয়ে গেছে ফলৈ এলাকার কৃষকরা অনেকটা ক্ষতি গবে বলে মনে করেন তিনি।দুদিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারনে রোপা ধানের চাষ নিয়ে খুব দুশ্চিন্তায় পোহাতে হচ্ছে। একদিন পরপর ধানে সেচ দিতে হচ্ছে। সার, ডিজেল, কীটনাশকসহ সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তাই ধান চাষ করতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। 

কালীগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে বৃষ্টি ও ঝড়ো বাতাসের প্রভাবে সৃষ্ট দমকা হাওয়ায় ধান পড়ে গেছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেলে ফলন কমে যাবে।বিশেষ করে উপজেলার আলাইপুর, সিংদহ, কমলাপুর, শ্রীরামপুর,গান্না,কমলাপুর গ্রামের মাঠে ঘুরে দেখা গেছে কৃষকেরা তাদের ধান ক্ষেতে পড়ে রয়েছে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস বলছেন, এ বছর উপজেলায় আমন রোপনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ হাজার ৭৩৪ হেক্টোর জমিতে ধানের আবাদ হয়েছে। চলতি মৌসুমের প্রথম পর্যায়ে ধান ক্ষেতে ব্যাপক ভাবে মাজরা পোকার আক্রমন দেখা দিয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে এখন কারেন্ট পোকায় ধরেছে। যা মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে। অনেক কৃষকের ধানের ক্ষেত ােপাকার আক্রনে ধান গাছ শুকিয়ে গেছে। আবার নতুন করে ক্ষেতের ধান পড়ে যাওয়ার কারনে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হবে এমন আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে