কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কর্মরত ৪ সাংবাদিককে উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) সম্মাননা প্রদান করেছে। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন- আব্দুল আজিজ মজনু, ইউনুছ আলী আনন্দ, জাকারিয়া মিঞা, ও মাহফুজার রহমান। জলবায়ু পরিবর্তনসহ ৯ টি বিষয়ের উপর পত্রিকায় সংবাদ প্রতিবেদন প্রকাশ করায় মঙ্গলবার দুপুরে ৪ সাংবাদিককে সম্মাননার চেক প্রদান করা হয়। উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর অফিস কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএস এর সিএমপি প্রজেক্ট অফিসার কুদ্দুস আলী সরকার, প্রোগাম অফিসার নুরন্নবী ইসলাম, ইয়ুথ ফেলো মারুফ শেখ ও ১১ টি যুব সংগঠনের প্রতিনিধিরা। উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম জানান, আমরা মিডিয়া কর্মীদের কাজের দক্ষতায় ও মিডিয়ার সুবাদে এলাকার উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তনসহ ৯ টি বিষয়ের উপর প্রকাশিত সংবাদ প্রতিবেদনের উপর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ কুির। এই আলোকে গত ২৫ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ৪ টি প্রেস ক্লাবের মধ্যে ১৮ সাংবাদিককে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের গত ১০ ডিসেম্বর অফিস চলাকালীণ সময়ে জলবায়ু পরিবর্তনসহ ৯ টি বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদনসহ আবেদন জমা দিতে বলা হয়। এতে ৪ সাংবাদিক নির্ধারিত সময়ে তাদের প্রকাশিত প্রতিবেদন জমা দেন। তাদের প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে ৪ সাংবাদিকদের মধ্যে সকলে সম্মননা পাওয়ার উপযোগী হলে মঙ্গলবার দুপুরে ৪ সাংবাদিককে সম্মাননা হিসেবে চেক প্রদান করা হয়েছে।