চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধকে আহত ৩

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:৩১ পিএম
চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধকে আহত ৩

বাগেরহাটের চিতলমারীতে  জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে দুই পক্ষের তিনজন রত্তাত্ত জখম হয়েছে। উপজেলার আড়ুয়াবর্নী চর পাড়া গ্রামে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এঘটনা ঘটেছে। উভয় পক্ষের ৩জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। আহতরা হলেন একই গ্রামের মৃত্যু বজলুর রহমান মুন্সীর ছেলে বাদশা মুন্সী (৫০) ও তার প্রতিপক্ষরা হলেন মোঃ হান্নান শেখের ছেলে কামরুল শেখ (৪০), মোঃ সামচু শেখের ছেলে হেলাল শেখ(৪২)। 

আহত বাদশা মুন্সী জানান সকালে তিনি তার ভোগ দখলীয় জমিতে কাজ করতে ছিলেন এ সময় অতর্কিত ভাবে কামরুল ও হেলাল এসে দা,লাঠি, হাতুড়ী দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মার পিট করে। প্রতিপক্ষ কামরুল জানান সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে এঘটনা।  চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান এ বিষয়ে থানায় অভিযোগ এসেছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে