নিখোঁজ ১

জামালপুরে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ পিএম
জামালপুরে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই সঙ্গে ১ শিশু এখনও নিখোঁজ রয়েছে। 

উপজেলার চরভাটিয়ানিতে ঝিনাই নদীতে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

তথ্য অনুযায়, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে ৪ শিশু। অনেক সময় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। 

তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ শিশুদের পরিচয় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে