নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার পূণঃপ্রতিষ্ঠা করবে বিএনপি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৫৭ পিএম
নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার পূণঃপ্রতিষ্ঠা করবে বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি গতকাল শুক্রবার  বিকালে উপজেলার ১৩নং দক্ষিন মাদার্শা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যানের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই বিএনপি, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের  গণতান্ত্রিক  অধিকার নিশ্চিত করবে। বিগত ১৫ বছর গণতান্ত্রিক অধিকার বঞ্চিত হাটহাজারীর জনসাধারণ একজন সৎ যোগ্য ব্যক্তি হিসেবে জননেতা এস এম ফজলুল হকের মনোনয়ন প্রত্যাশা করে এবং তিনি হাটহাজারীবাসী নিয়ে স্বপ্ন দেখে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি এম ইলিয়াছ আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর  আলম মেম্বার, আনোয়ার ইসলাম বাবুল,  এস এম মহিউদ্দিন মাসুদ, মোহাম্মদ সেলিম, সৈয়দ তাজুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, রবিউল হোসেন, আবুল কাশেম মেম্বার, আবুল হোসেন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সাজ্জাদ, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ মিজান, মোঃ লিটন, ওমর ফারুক, খোরশেদ আলম ও প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে