নীলফামারীর কিশোরগঞ্জে মাকে মারধর ও রক্তাক্ত করার দায়ে হাফিজুল ইসলাম (৩৭) নামে এক ছেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
এ ঘটনা উপজেলা পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে। হাফিজুর ইসলাম ওই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,হাফিজুল ইসলামের বাবার মৃত্যুর পর সে তার মায়ের কোন খোঁজ খবর রাখতো না। তার মা গ্রামবাসীর কাছে বিভিন্নভাবে সহায়তা নিয়ে জীবনযাপন করতেন। ৩০ অক্টোবর রাতে তার মায়ের সঙ্গে বাকবিতন্ডা হয়। ৩১ অক্টোবর ভোর বেলা তার মা ঘুম থেকে উঠে হাফিজুলকে ডাকলে সে ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। এসময়ে সাইকেলের চেন দিয়ে তার মাকে আঘাত করলে তার মায়ের শরীর রক্তাক্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।
ইউএনও প্রীতম সাহা বলেন, ভোর বেলা একজন মাকে তার ছেলে মারধর করে রক্তাক্ত করেছে খবরটি জানতে পারি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় তার ছেলে হাফিজুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।