সাম্য ও সমাতায়, দেশ গড়বে সমবায় এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়জনে শৈলকুপা উপজেলা সমবায় অফিসার মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান, শৈলকুপা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহিন আক্তার পলাশ , উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন ও জিকে কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুন্সী জাহাঙ্গীর আলম টুটুল সহ প্রমুখ।