সেনবাগের সেবারহাট বাজার কমিটির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম
সেনবাগের সেবারহাট বাজার কমিটির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের সভা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র সেবারহাট বাজারের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে মতবিনিময় সভা করেছে বাজারের ব্যবসায়ীরা। 

শুক্রবার রাতে সেবারহাট শেরে-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ঝলক ফ্যাশনের স্বত্বাধিকারী আবু সুফিয়ানের সভাপতিত্বে ও নকীব নাসীর এর স্বত্বাধিকারী মোঃ নুর হোসেন হিমেলের সঞ্চালনা অনুষ্টিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ কাজী জহুরুল ইসলাম মাসুদ।

 বক্তব্য রাখেন সেবারহাট মেডিকেল সেন্টারের মালিক মোঃ আবুল খায়ের, সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও বাজারের ব্যবসায়ী আবু নাছের, দিদার ট্রাভেল্স এর মালিক দিদারুল আলম, নিউ ফ্যাশনের মালিক মোঃ নুরনবী, সেবারহাট বানিজ্য বিতানের মালিক মোঃ সৌরভ হোসেন, জামাল ব্রাদার্সের মালিক জামাল উদ্দিন, সেবারহাট শের ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন। 

মাওলানা ইমান উদ্দিনের কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়ার মতবিনিময় সভায় বাজারের প্রয়াত ও অসুস্থ ব্যবসায়ীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত। 

মতবিনিময় সভায় ব্যবসাযীরা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর আগে সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্ত তিন বছর মেয়াদের কমিটি ১৫ বছর অতিবাহিত করেছে। এরেই মধ্যে কমিটি অনেক সদস্যের মৃত্যু ও অনেকে প্রবাসে অবস্থান করছে। তাই বাজারের ব্যবসা বানিজ্যে গতি পিরিয়ে আনতে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। 

জবাবে মোহাম্মদপুর ইপির প্যানেল চেয়ারম্যান-১ কাজী জহিরুল ইসলাম মাসুদ জানান, আগামী জানুয়ারি মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে